ঘটনা

 জয়নাল আবেদিন

 

শীতের আকাশে জমেছে মেঘ

যবুথবু ঠান্ডায় কয়েক ফোঁটা বৃষ্টি,

ধোঁয়া ওঠা কাপে কফির গন্ধে ম-ম

বন্ধ ঘরের চৌহদ্দিতে।



আজও সংশয় কাটলো না জাগরীর

খাঁচার মধ্যে প্রাণ বায়ু বেরোনোর অপেক্ষায়,

পাতা ঝরা অশ্বত্থ গাছে বায়সের বচসা

ক্ষোভ- বিক্ষোভ ছড়ানো শব্দ।



নীতিহীন কটা স্লোগানে চলছে দেশ

চুলবিহীন মাথায় টুপি পরে টাকের ওষুধ বিকোয়

পূর্ণিমার রাতে তোর সাথে রাস্তা চলা

কারো মুখে কথা নেই- চলছে বেশ।

 


চারিদিক আগ্নেয়গিরির উত্তাপ

মোটা চামড়ায় ফোস্কা ধরে না আর,

কেমন একটা উৎসব- উৎসব ভাব বাতাসে

নৈবেদ্য সাজানো থালা, উঠোনে একা।