মঞ্জিস রায়
বোঝাপড়া
বাতাস এসে আমার সাইকেলের চাকার সঙ্গে
গড়ে তোলে পাতাদের সংযোগ
মন দিই বা না দিই,
কানে আসে অনেক কথা
কিছু পরামর্শ, সাহস, প্রশ্রয়,
আগলে রাখার প্রতিশ্রুতি,
অন্তরে স্থায়ী হয় তারা