দিলীপ কুমার মধু
দিলীপ কুমার মধু
কলম বলে
কলম বলে মিষ্টি হেসে-- কইরে খোকা শোন
কলম হাতে বসে আছিস এক দুই তিন গোন।
ভয় পাস না আছি আমি লিখেই শুধু যা
আঙুল মাঝে আমায় ঘোরা দুঃখ পাবো না।
লিখবি যত ততই আমি হাসবো খোকা ওরে
হৃদয় মাঝে সারা জীবন লিখে রাখবো তোরে।
এই বয়সে ধরলি আমায় মোটে ছাড়বি না
বয়স বাড়বে, হাত কাঁপবে ছেড়ে যাবো না।
বড়ো হবি, মানুষ হবি গর্ব হবে দেখে
শেষ হয়েও শেষ হবো না বাঁচবো ছবি এঁকে।