চাইলে


অরূপ কুমার সরকার

 


চুুমুক দিতে দিতে চা'য়

একটা দুটো কবিতায়,



জীবনানন্দে বসে বসে

ভাবিনি বিন্দু প্রয়াসে, 



সাগর অতলে অনায়াসে

ডুবুরি হওয়াই যায়!