পিঙ্কু চন্দ
পিঙ্কু চন্দ
পোষ্টার
বুকের ভেতর ঢেউ খেলে সমুদ্র বাতাস
চারপাশে প্লাবন উচ্ছ্বাসে মেঘলা আকাশ
কালের পুতুল গেয়ে যায় সুরের লহর
চাঁদের জোছনা গুণে যায় দুঃখের প্রহর
তোমার আঙ্গুলে দাগ লাগে অনাত্মীয় সুর
আমার হৃদয় খোঁজে এক অমরতা ভোর
কৃত্রিম আলোয় সাজে পিচ ঢালা রাজপথ
আলোর ভেতর মুখোশের নানা কসরত
নন্দিত নরকে হেঁটে যাই উন্মুখ সৃজনে
ধূসর দিগন্তে ফুল ফোটে একান্ত গোপনে
পীড়িত পৃথিবী জেগে উঠে ছায়া অন্ধকারে
ভঙ্গুর জীবন মন্ত্র শেখে তরঙ্গ প্রহরে
একটা আলোর খোঁজে আমাদের পথ হাঁটা
মনের ভেতর এক সোনালী পোস্টার সাঁটা ।