আমার আমি
শ্রেষ্ঠা চক্রবর্তী
আমার আমি হারিয়ে গেছে অজানা এক সুরে,
আমার আমিকে ডাকে আকাশ মুক্ত ডানা মেলে।
আমার আমি বড্ড বোকা অলীক কথা ভাবে,
আমার আমিকে বোঝায় সমাজ পৃথিবী এমন তালেই চলে।
আমার আমি স্বপ্ন দেখে যাবে রাতের আলোর দেশে,
আমার আমিকে বলে জোনাকি আলো জ্বলে মনের গহীন থেকে।
আমার আমি কবিতা লেখে ভাবনাদের বুনে বুনে,
আমার আমিকে যেতে হবে বহুদূরে, বেদুইনের দেশে!
আমার আমি তোমাকে খোঁজে স্মৃতির পাতা খুলে,
আমার আমিকে যেতে দাও চোখের ইশারা ভুলে।
আমার আমি উজার করতে জানে ভালোবেসে হয় বাউন্ডুলে,
আমার আমিকে উড়তে দেবে? তোমার মনের জানলা জুড়ে!
আমার আমি ভয় পেয়েছে সমাজের হিংস্রতা দেখে।
না জানি আর কতো প্রাণ শেষ হয়ে যাবে
বিচারের সুর তুলে!