মনোরঞ্জন ঘোষাল
মনোরঞ্জন ঘোষাল
সময় ভেলা
নিঃশব্দে চলেছে মৌন মিছিল
আশায় বুক ভরে চলেছে আবেগ
ফিরে আসতে চলেছে সুসময়
মন করে চলেছে তার আয়োজন।
হঠাৎ দমকা হাওয়া!
উড়ে চলল মন শুকনো সেগুন পাতার মত
নিজের সীমানা ছাড়িয়ে
ঘন জঙ্গলের অন্ধকারে নিরালায়।
হায়!
স্বপ্ন ভঙ্গ হল নিভে গেল আশা
একলা ওদের মাঝে অসহায়
কে কোথায়?
খুঁজে ফেরে মন
সে মিছিল সে মানুষ
যারা কাঁধে তুলে নিয়ে যায়
নিশব্দে চলা সময়ের ভেলা।