গাজী সাইফুল ইসলাম
গাজী সাইফুল ইসলাম
জাগাতে চেয়েছি স্বপ্নের বাগানটিকে
ব্রহ্মপুত্র তীরে স্বপ্নের বাগানটি আমার।
এক রাতে দেখলাম চোর ঢুকছে এর দেয়াল বেয়ে।
ভয়ে গলা কাঠ, ভাবছি, কীভাবে জাগাব
মালি, ফুল-ফল, পাখি আর দারোয়ানকে।
এখনও তো সময় হয়নি, বুলবুলির গান ধরার,
কাঠ বিড়ালির লাফিয়ে এগাছ ওগাছে যাওয়ার।
ভীষণ ভয়ার্ত তবু চিৎকার দিলাম: জাগো, চোর পড়েছে বাগানে!
কিন্তু এতটুকু শব্দ বেরলো না গলা দিয়ে।
চারপাশ ঘিরে বাকি রাত দৌড়ালাম, ছুটলাম।
অবশেষে কখন যে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম
পাশের কৃষ্ণচূড়া গাছটির নিচে।
সকালেই দারোয়ান এলো-ফুলস্তূপের নিচে
প্রথমেই আমাকে আবিষ্কার করল:
আরে কবি, তুমি এখানে ঘুমোচ্ছ কেনো?
তোমার ওপর এত ফুলই বা কোথা থেকে এলো?
আমার খুবই শীত করছিল। শুধু এতটুকু মনে আছে।
তাহলে বাগানের এত ফুল তোমার ওপর কে রাখল?
বুলবুলি উড়ে এসে বলল: আমি।
কাঠ বিড়ালি ডিগবাজি খেয়ে বলল: আমি।
তাহলে চোর কী নিলো?
কিছুই নেয়নি, আমি দেখে এসেছি। বললো দারোয়ান।
তাহলে কি ওরা বাগানের বুকের খুব গভীরে যেখানে তার হৃদয়-হাত দিয়েছিলো?
বাগানের হৃদয়ে কী আছে নেবার মতন?
ভালোবাসা। ভালোবাসা নিয়ে গেলে আমরা যে দেউলিয়া হয়ে যাব।