কাকপিন্ড  

ব্রজ গোপাল চ্যাটার্জ্জী

********************* নিশুতি,

আড়মোড়া ভাঙ্গে ফুটপাতে। রোজ স্বপ্নমাখা

বুকে মাথা রাখে ভোর, ঘামগন্ধে গা ঘিনঘিন,

বটকা জীবনভর। ঘুমদোষে ডাক দিয়ে যায়

বালুচরি, রক্তমাখা হাতে শালুকের বনে ঘুরে,

হাঁটুজলে গোপাল ঠাকুর। ঝপাং ঝপাং শেষ

বলির হাঁড়িকাঠে, জিভ চাটে সমবেত শিয়াল

কুকুর। ছেঁড়া পলিথিনে ভাতের স্বপ্ন আঁকা

 চিত্রপট চুরি, কাকপিন্ড খুঁটে খায় ফুটপাতে, যত

নিশুতি ছুঁড়ি।