কঠিন সত্য

অনুভব হাজরা 



অনন্ত উদাসীন আমার মন

খোঁজে আজও একটুকু শান্তির নীড়।

নিজেকে বিচারে বিচারে বিধ্বস্ত করে

অবশেষে আজ আমি পরাজিত।

যা কিছু ঘটে চলেছে প্রতিনিয়ত

সবই সত্য ও সাবলীল বাস্তব,

আর সেই বাস্তবতাকে আপন না করে

আজও আমি ভীষণ দুঃখী।

ভীষণ আবেগিত মনখানি আমার

সে যে শোনে না কারো কথা,

মানে না কোনও বাঁধন।

সাজানো সৌন্দর্যকে আপন করে,

আর কষ্ট পায় বারেবার।

কোনও আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে

অভিনয়রত নাট্যকারের মতো

আজও সে নিজের কষ্ট লুকিয়ে

ভীষণ সুখী, ভীষণ প্রীত।

বিভীষিকার অন্তরালে

 বইছে আজ ভীষণ ঝড়,

চারিদিক থেকে উড়ে আসছে

রাশি রাশি কঠিন বাস্তব।

এই ঝড়ের সম্মুখে

আবেগ আর ভালোবাসার

 কোনও মূল্য নেই।

মূল্য আছে শুধু বাস্তবের

আর কঠিন সত্যের।।