দীপক বসু
দীপক বসু
আমার গ্রাম
আমার গাঁয়ের মত
কোথা আছে আর।
মায়া ভরা ছায়া যেন
বুক জুড়ে তার।
সোনা মাটি বোনা ঘাসে
সবুজের মেলা।
বয়ে যায় নদী কোথা
যায় যায় বেলা।
মাঝি গায় ভাটিয়ালি
ভেসে যায় সুর।
তারি যেন কাঁদে মায়া
কোন বহু দূর।
পাখি উড়ে গায় সুরে
লেখা তার গান।
কেন জানি ছু্ঁয়ে যায়
দেহ মন প্রাণ।
বিকেলের রোদ মেখে
বক মেলে পাখা।
কোথা ছোটে মেঘ কেটে
দায় চোখে রাখা।
আমাদের গাঁয়ে আছে
কত হাসি খেলা।
কত সুখ কত প্রাণ
কত কি যে মেলা।
একদিন ছেড়ে তারে
যাব নাতে আমি।
যত সুখ যেথা থাক
হোক যত দামি!