আব্দুল কাদের
আব্দুল কাদের
বিদায়বেলা
সত্যি বলছি জানি না তোমার কি নাম?
তবে কবিতায় মদিনা বলে ডাকিলাম।
মদিনা চোখে দেখেও তোমার সাথে বলতে পারিনি কথা-
এ জীবনে পেলাম শুধু হৃদয়ে অফুরন্ত ব্যথা।
সোনামুখী বলছি তোমায় শত কোটিবার এসো কোনো একটি বারে
আমি অপেক্ষা করবো ময়ূরাক্ষী নদীর তীরে।
কখনো যদি আসো ওই নদীর তীরে
আমি সারাজীবন থাকবো তোমায় বক্ষে ধরে।
বলো তুমি কবে আসতে চাও?
আমায় শুধু একবার কথা দাও!
সত্যি যদি আমায় চাও;
শুধু একবার কথা দাও!
কথাগুলি ক্ষুদ্র হলেও মনে করো না কিছু
পরকালে আমার পরমাত্মা পাবে তোমার হৃদয়ের পিছু।
আমি আর থাকবোনা বেশি দিন-
আমার জীবাত্মা পালিয়ে যাবে একদিন!
তাই আজ বিদায়বেলায় করো আমায় ক্ষমা
আমার পরমাত্মা থাকবে অনন্তকাল তোমার কাছে জমা।
"বিদায়বেলা-
জীবনের শেষ খেলা!
বহু ছিল আশা-
প্রাণের নাহি ভরসা"!
"আমি এখন এপারে,
তুমিও ওই পারে;
নদীতে বহিতেছে তুফান
এ কূলে নাহি কোনো নৌকা যান।
আর নাহি সেই বেলা-
আমি এখন একেলা "।
পারাপারের আমার আর পথ জানা নাই -
তাই আমি এবার বাড়ি ফিরে যাই
শূন্য হাতে ফিরে এসেছি নীল আকাশে চেয়ে
আবার আসিবো তোমার রাস্তা হয়ে!