শৈলগম্য
স্নেহাশিস মুখোপাধ্যায়
প্রতিবাত অনুবাত নিয়ে নামছিলাম।
তোমাকে দেখে ডানা জুড়ে পাদদেশে ব'সলাম।
এই দেশটা সবুজ আর নীল রঙে ছাওয়া।
আর খরস্রোতা নদীর ভেতরে বিপদ বাওয়া
আগুনে উত্তপ্ত হাহাকার দেখে বুঝলাম,
এই নদীগুলো এখন লাল হয়ে আছে।
তবে যে বৈতরণী ব'ললেই লোকে বিষ্ণু ব'লে ডাকে!
বৈকুন্ঠের কাছে যেতে হলে শাপ পেরিয়ে যেতে হয়!
শাপের নদী পার হবো ব'লে গরুড় হয়েছিলাম!
এখন শাপনদীর শরীর দেখে মাতাল হয়ে যাচ্ছি।