মেরামত করি সম্পর্ক 


অজিত কুমার জানা 



প্রতিদিনই কারণে, অকারণে, 

ফাটল ধরে সেতুটায়।

অমৃত শব্দের কলসি ঢেলে দিই,

সেতু দুলতে থাকে,

বিশ্বাসের প্রদীপ জ্বালাই।

বুকের ঢাকনা খুলে, 

উজাড় করি ইহকাল-পরকাল, 

সেতু কথা বলে।



অধীনস্থ রাজার মত,  

দিয়ে চলেছি রাজস্ব কর,

শুধু একটু আলোর জন্য। 

 

প্রবল সুনামীর আঘাত সহ্য করে, 

যে দ্বীপটা টিকে ছিল,

আজ সেখানে দেখি সবুজের উৎসব। 

তাই সহ্যের ঢাল দিয়ে, 

প্রতিদিনই মেরামত করি সম্পর্ক।