ভালবাসার আলো


 শিশির কুমার মল্লিক 

 

তোমার জন্যে ভাবার পথটা সরু হতে হতে

মিলিয়ে যাচ্ছে কাঁটা বনে

তুমি কোন পথে হাঁটছ জানি না, কাঁটা না ফুল

তিরতিরে ঘাস ফুলে শিশিরের ভেজা গন্ধ

গায়ে জড়িয়ে বিজ্ঞপিত শহরের পথে হাঁটা

আলাপে বন্দীশ পূর্ণতা পায়না গানের ঘরানায়

মহাশূণ্যে মিলিয়ে যায় সুর তাল লয়

পড়ে থাকে কিছু নিরামিষ কথা

সাবানের বুদবুদের মত উড়তে উড়তে

মৃত্যু হয় বাতাসে

তোমার ক্ষণিক হাসির মত রামধনু রঙ মিলিয়ে যায় নীল আকাশের গায়ে।

ফোটা ভাতের হাঁড়ির ধোঁয়ায়

তোমার ঘামে ভেজা মুখ

শাড়ির আঁচলে আড়াল 

ঠিক যেন মায়ের ছবি

স্মিত হাসি মুখ নিরাবরণ দুপুর বেলায়

সংসারের দোলায় তোমাকে

ফুল বনে খুঁজি

তবু মাঝে মাঝে পথ হারিয়ে

ফুল ভেবে কাঁটা বনে চলে যাই

ভালবাসার খোঁজে।

শিশির কুমার মল্লিক