বিবস্ত্র 


আবদুস সালাম


 আত্মাহীন শহরে বর্ণহীন চলাফেরা 

মৃত্যুর এখানে তেমন গুরুত্ব নেই  

 এমন মিছিল হামেশাই দু-দশটা মৃতদেহ প্রসব করে 

 ব্যাকরণহীন জীবনে কোণঠাসা  সব নির্বাসন 

 প্রতিদিন বিবস্ত্র হয়  বিবেক

 

 

 আয়নার ভিতর নৃত্য করে জল্লাদ 

 থ্যাঁতলানো চাঁদের শরীরে  ডুগডুগি বাজায় বিবস্ত্রএকুশ 

বেঁচে থাকাগুলো ধর্ষিত হলে অন্তহীন আর্ত চিৎকার 

লিখে রাখে নপুংসকের দল 



 রক্ত ভেজা পথে  হাঁটে দালালের লালসা 

 দ্রাঘিমা রেখার ওপারে শুধু হাহাকারের কোলাহল

 শেষ লগ্নে বেজে  ওঠে ঘৃণার অর্কেস্ট্রা 

সুর মিশে   অকাতর অন্ধকারে

সব পথেরা নিভিয়ে দিচ্ছে আলো