আব্দুর রহমান
আব্দুর রহমান
চাঁদ দেখা গেলে বৃষ্টিও ছেড়ে যায়
কী পরিচয় করিয়ে দেয় আমার চোখ
ঈশ্বর জানেন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঈশ্বর
প্রাসঙ্গিক না শরীরী পরিচিতি
মিশে থাকা স্ককীয় অনুভব
ছায়ায় দেখি পথ কিংবা
হারানো জঙ্গলে সূর্যের দিক
খুঁজতে গিয়ে ভাষা মৃত্যুর পথে
চাঁদ দেখা গেলে বৃষ্টিও ছেড়ে যায়
আমার চোখে মুখে কপালে গালে কারা
তোলে আর এক হাত
বোঝার চেষ্টা করুন হয়ে ওঠে জীবনের গান
চাঁদ দেখা গেলে বৃষ্টিও ছেড়ে যায়।