বীজের বুকে কথা
সূর্য উঠলেই ফুল হাসে
জীবন জাগার গল্প শুনি;
কতটা স্বপ্ন নিয়ে ঘর বাঁধা যায় বল তো !
একদিন মানুষ চাঁদে বাস করবে
বৃষ্টি পড়লেই মাটি গান গায়
বীজের বুকে কথা ফোটে ।
তোমাকে ভুলতে পারি না তাই
রাত জাগি------।