গৌরাঙ্গ সুন্দর পাত্র
গৌরাঙ্গ সুন্দর পাত্র
কিছুই খোয়া যায়নি
সবই ঠিক আছে
এই গৃহস্থালি, এই সব দিনরাত্রি,
প্রেমিকার চোখের জল, মায়ের আদর
কিছুই খোয়া যায়নি।
স্তম্ভিত মৃত্যুর মতো ঠিকঠাক আছে
মানুষের ভরন্ত পুষ্পিত সংসার,
প্রেমের স্রোতেরও আসা যাওয়ার বিরাম নেই
সবই যেন চিরকাল জানা।
সব রাত কালো নয়, কোন রাত আলোকের মতো
একচুল নড়েনি কিছুই, থমকে আছে ক্যালেন্ডারে
মানুষের করুণা ও ক্ষত।