তাপস রায়
তাপস রায়
অ-রাজনৈতিক কবিতা লেখার কী যে হ্যাপা
ঘটনার আড়ালে যেসব ছোবল কত কত রাত অপেক্ষা করেছে
তুমি তাদের কথা বলো। সেইসব নিদ্রাহীনতার কথা
যারা সিঁড়ি বানাতে বানাতে অন্ধ হয়ে গেল, ভেবে দেখতে হবে
দেব-দেবীরা তখন কী করছিল! স্কুল মাঠে বাল্যকাল চিৎ হয়ে আছে
ভোরবেলার হয়ে ওঠা দেখবে তারা, ফাঁকা স্কুল-বারান্দায় কেমন
করে ঢং ঢং ধ্বনি ফুটে ওঠে
পাড়ায় পাড়ায় ঘোরাফেরা বেড়ে যায় সন্ধ্যা হলেই, দেখা যাচ্ছে না
রেললাইনের দিকে যে রাস্তা, সেখানে আত্মহত্যারা ভিড় করে
দেখা যাচ্ছে না, কিছু ফিসফিস শব্দ কানে আসলেও আসতে পারে
---- চা-বিস্কুট খেয়ে গোলাবারুদের সঞ্চয়ে চলো এবার আগুন লাগানো যাক
নদী-বাণিজ্যে সম্ভাবনা দেখা দিয়েছে। নানা রকম অন্ধতার ফলে
লোকে জানতেই পারবে না শীতকাল হবে না এবার