লাইব্রেরি 

 মলয় সরকার

 

 

লাইব্রেরিতে বই নিয়ে বসলেই

আমাকে গ্রাস করে সমস্ত বইয়ের জগত,

আমার দু চোখ খোলা-

আমার দু'কান খোলা-

আমার মনের দরজাটাও হা হা করে খোলা-

আমি বেরিয়ে যাই হাওয়ার মত,

আমার সামনে টেবিলে বসে

পত্রিকার পাতা ওল্টায় নব্য তরুণী-

পিছনে আড্ডায় দুটি তরুণ-

আমার বইএর অক্ষর আর শব্দেরা

আমাকে তাড়া করে দিগন্তের মাঠে,

মুহুর্তে আদিম বিশ্বের মাঠে

ফুটে ওঠে চকচকে রামধনু-




আমি আর বেরোতে পারি না,

আসলে আর বেরোতেই চাই না

লাইব্রেরীর ঘেরা দেওয়াল থেকে–