কবিতা  শরতের ছোঁয়ায় 


সঙ্ঘমিত্রা দাস 

 


একটা পাখি রোজ ডেকে যায় জানলায়,

গরাদের ওপারে রোদ্দুর দেয় উঁকি !

হাওয়া নিঃশব্দে খুঁজে ফেরে প্রবেশ পথ।

 

মন খারাপের মেঘে ঘরটা বড় থমথমে

সন্ধ্যা প্রদীপের অপেক্ষায় তুলসী মঞ্চ,

ঘরটা ঘিরে রেখেছে আগাছার মিছিল

প্রবেশ পথে শ্যাওলার দখলদারি রাজত্ব ,

প্রহর এসে থমকে দেখে আবার এগিয়ে চলে।

 

অন্তহীন নীল আকাশের মুচকি হাসি 

উঠোনের শিউলি গাছ পাপড়ি বিছায়

শব্দহীন ঘরটা আবার নতুন স্বপ্ন বুনে চলে।।