অজিত কুমার জানা
অজিত কুমার জানা
একই সরলরেখায় চলে
শরীর রোডের গাড়ি চলে,
রোড আর গাড়ির যৌথ মিলনে।
মসৃণ হয় আশার পথ,
সরলরেখা ডানা মেলে ওড়ে।
কথারা ভাষা হারায়,
কৃষ্ণ বাঁশি বাজে।
বিপরীত দুই মেরু, একই তুলিতে,
সব জ্যামিতিক আকৃতি আঁকে।
ছবির খাতা জুড়ে,
জোছনা নদীর কুলুকুলু ঢেউ।
বেলপাতা গোলাপ ফুল হয়,
চকচকে প্রত্যয়ের বাড়ি।
শিকড় মাটিতে নেমে,
নীচে চারপাশে ছড়ায়।
উভয়েই উভয়কে আঁকড়ে ধরে,
রোড আর গাড়ি একই সরলরেখায় চলে।