জয়নাল আবেদিন
জয়নাল আবেদিন
পথের দাবী
শেষ রাতে পূর্ণিমার চাঁদটা চুর চুর
হয়ে ভেঙে পড়ল,
খোলা বারান্দায়- মাঠে-ঘাটে, সমুদ্রের চরে।
যেমনটা সেদিন ভর দুপুরে রাস্তার ধারের
ন'তলা পুরনো বাড়িটা ঝরে পড়তে পড়তে
মাটির সঙ্গে মিশে গেল।
উজান খেলে মাঝি তখনো এগিয়ে চলে
সূর্য ডোবা সন্ধ্যে ঘাটে পৌঁছাতে হবে,
গাংচিলের শেষ অন্বেষণ জল ছুঁয়ে
ডানা মেলে পরখ করে।
পথের প্রান্তে অশীতিপর বটগাছটা
আজও হাড়- পাঁজর আর বাহু মেলে
ছায়া দিয়ে যাচ্ছে পথচারীদের।
শুকনো খটখটে মাঠে রক্ত বৃষ্টিতে
গাছগুলো ভীত সন্ত্রস্ত !
খাদ্য বস্ত্র চাকরির দাবিতে
মিছিল টা খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলে...