আমাদের নদী
দীপক বসু
আমাদের গাঁয়ে আছে
এক পাশে নদী।
জেলেপাড়া তার গায়ে
দেখো যাও যদি।
মেঠোপথ আঁকাবাঁকা
কোথা গেছে চলে।
গাছপালা ঠাসাঠাসি
ছায়া নিয়ে কোলে।
মাঝি গায় ভেসে যায়
ভাটিয়ালি সুর।
দুইতীরে তারি মায়া
কাঁদে বহু দূর।
ঢেউঢেউ বহে নদী
বাতাসের খেলা।
হাটুরেরা হাটে যায়
সাথে যায় বেলা।
পাখি ডাকে কিচিমিচি
খেয়া মাঝি হাঁকে।
দিনভোর পারাপার
সেই নদী বাঁকে।
আমি বড় ভালোবাসি
আমাদের নদী।
দূরে যদি যাই কোথা
ভাবি আর কাঁদি।