অসীম কুমার সমাদ্দার
অসীম কুমার সমাদ্দার
মেতে ওঠে দৈনন্দিন খেলায়
প্রতিহত হয়েছিলো অনেক প্রত্যাশা
সময়ের সাথে যুঝে
রাস্তার ন্যাংটো বাচ্চাটা
যে সোনার বালাটা কুঁড়িয়ে পেয়েছিলো
নর্দমায় ছুঁড়লো কী যেনো একটা বলে
মনে হয় প্লেটনিক লাভে আসক্তি ছিলো ওর ।
কে জানে আশাগুলো দেহের কোথায় লুকিয়ে থাকে !
পূর্ণিমার চাঁদের মতো উদয় হয় ,
অনেকদিন রাহুগ্রস্থ থাকে ;
ইচ্ছেগুলো মাঝে মাঝে গাড়ি ফেল করে
অন্ধকার খোঁজে লুকিয়ে থাকার ,
ধীরে ধীরে হীনবল হয়ে লীন হয়
কখনো জয়যুক্ত হয় দীর্ঘ লড়াইয়ে ।
জীবনের প্রতি বাঁকে বাস করে
যে অদৃশ্য মোড়ল
সে-ই নাকি তুলে নেয় আমাকে , তোমাকে ও ,সকলকে
কোনো প্রস্তুতি ছাড়া ,
অন্ধকারে চালান দেয়
ভোগ করা শরীরটাকে ;
তারপর সবাই সব ভুলে যায়
মেতে ওঠে দৈনন্দিন খেলায় ।