দুগ্গা পুজো
সুধাকর ঘোষ
দুগ্গা পুজো, দুগ্গা পুজো,
প্রতি বছর আসো,
ছেলে, বুড়ো, মাঝ-বয়সী
সবার মনেই ভাসো।
ব্যাপারীরা থাকে আশায় সারা বছর ধরে,
ভাবে মনে নিশ্চয়ই এবার, টাকায় ঘর উঠবে ভরে।
কুমোর দাদা, পুরোহিত মশাই, বাদ্যকর ভাই,
সবার মন নেচে ওঠে, মা আসবে তাই।
দেখতে দেখতে তিনটি দিন কোথায় যায় হারিয়ে,
দশমীর বাদ্যি দেয় আমাদের, মনটা বিষাদে ভরিয়ে।
শুরু হয় count down একটি বছর ধরে,
সবাই আমরা থাকি বসে তাঁর প্রতীক্ষার ত্বরে।