এক দুই তিন 

জলি গাঙ্গুলী


 এক দুই তিন,

      অঙ্ক যে বড়ই কঠিন।

একে চন্দ্র ,দুইয়ে পক্ষ 

     অঙ্কের সমাধান বড়ই শক্ত।

যতই করি অভ্যাস ভালো,

      ভাবনায় ফোটে না কোনো আলো।

              এক দুই তিন 

      অংক যে বড়ই কঠিন।।

 

যোগ, বিয়োগ ,গুন ,ভাগ 

        এই হল অঙ্কের পরিবার। 

`সরল সমাধান' শিরোনামে লেখা,

      কষলেও পাই না সঠিক উত্তরের দেখা 

মুখস্থ হলেও ভালো ইতিহাস ও ভূগোল, 

      এই বিষয়ে হয় না কোন গন্ডগোল।

               এক দুই তিন ,

           অঙ্ক যে বড়ই কঠিন।।

 

 

ঐকিক নিয়মটা বুঝলে বড়ই সোজা,


   অঙ্কে দূর্বলরা ও মাথায় মারে না গোঁজা।


শতকরা -টা মাথায় দেয় না তালা,


     পরিমাণটা বোঝা বড়ই জ্বালা।


জ্যামিতির সাজানো যন্ত্র- এর প্যাচে,

       পড়তে হয় মুখস্থের ফাঁদে। 

              এক দুই তিন 

       অঙ্কে যে বড়ই কঠিন।।

 


ধ্যান দেন মন্ত্র, যাদের অঙ্ক কষা,

    জটিল সমাধান তাদের এক প্রকারের নেশা।

নিমেষে করে জটিল থেকে জটিলতর সমাধান,         

দুর্বলরা তাদের থেকে বড়ই সাবধান।

    অঙ্ক এক ভারি মজার বিষয় ,

করে মগজ ধোলাই মন বসে অংক কষায় ।

       এক দুই তিন 

     অঙ্ক বড়ই কঠিন।।