মায়াময় সুর
অনীশ দাস
সেই সুরেলা গলার স্বর শুনলাম আবার!
রোমাঞ্চে উদ্বেল হয়ে উঠল আমার মন;
অজানা আশায় ভরল বুঝি হৃদয়!
মন চাইছে ছুটে যেতে,
সেই সুরের স্রষ্টার কাছে।
কিন্তু কেন জানি ভয় হয়!
কিসের ভয়?
না আমিও ঠিক জানি না;
হয়ত সেই সুর হারিয়ে যাওয়ার কিংবা
হয়ত তাকেই হারিয়ে ফেলার চিরতরে!
নাকি তাও নয়----
তা সে যাই হোক,
যখন শুনছি সকল সুর,
যেখানে নেই কোনো বাধা
কিংবা ভয়,
তখন উপভোগই মোর শ্রেয় মনে হয়।