বিশ্ব প্রসাদ ঘোষ
যৌবন
যেখানে উদ্ধত সোনালী রাজহাঁস
সেখানেই কোমল বন্ধনী
এবং সতর্ক বার্তা,
আর একটুও নয়।
এই সব দেখেই বড় হয়েছি আমি,
তাই একদিন সন্ন্যাস নিলাম,
ফিরে আসবো কিনা
সে রাজহাঁসেরা জানে।