শ্রাবন্তী বিশ্বাস
শ্রাবন্তী বিশ্বাস
দশকজাগা রাত
আমার প্রতি রাত উজাড় হয়ে চলেছে...
রাতবালিশে ঘুম জমছে আর আমি
সজাগ শুনছি গাছ থেকে ঠোকাঠুকির শব্দ।
অনবরত শব্দ ।
যে শব্দ আমার ঘুম কেড়েছে বিগত দশক।
সারি বেঁধে পিঁপড়ে গুলো গাছের ওপরে হেঁটে চলেছে,
আর কারা যেনো কাঠ ঠুকছে কাঠঠোকরার মত !
চিতা সাজানোর প্রস্তুতি কি এমনই হয় ?
পাশেই শুভ্র রজনীগন্ধার ক্ষেত। বাতাসে ভরপুর সুগন্ধ।
একবার রুদ্র আমায় বলেছিলে ----
" তুমি রজনীগন্ধার মত সুরভি "।
যদিও রুদ্র, তুমি জানতে না আমি তোমার মধ্যে চন্দন বন খুঁজে পেতাম ,
হৃদয় ছায়াতে ঢেকে নিত তার তৃপ্ত অনুভূতি।
আজও খুঁজে চলেছি সে বন, কিন্তু...
আজ গাছেদের শব্দে কান পাতলেই তোমার চিৎকার শুনতে পাই,
পা বাড়ালেই সাপেদের আনাগোনা বড্ড চমকে দেয়।
তোমাকে খোঁজা কি আমার ভুল ?
রজনীগন্ধা ও চন্দনের মিলন যে শাশ্বত ।।