শিবানী কুন্ডু খাঁ
শিবানী কুন্ডু খাঁ
নতুন রূপে
নির্মেঘ আকাশের পূর্ণিমা চাঁদের মতো
অকৃপণ হতে পারো তুমি
আর অসীম স্নিগ্ধতায়
পূর্ণ কর সকল বিফলতা ।
এলোমেলো ঝড় নয় কিংবা
ভয়ংকর কালরাত্রি রূপে ;
তুমি বদল হয়ে এসো ।
হৃদয়মাঝে বসো -
শুকিয়ে যাওয়া এই নদীতেই
নতুনরূপে ভাসো ।
ভাঙ্গা চৌচির মন
ভীষণতায় কেঁপে কেঁপে ওঠে ।
মর্মভেদী চাপা আর্তস্বর
ভারী করে পথ চলা ।
শ্রাবণী বন্যায় ভিজে সারা গাল ।
অবিরাম । তাই বদল হয়ে
এসো ; একেশ্বরের মতো
এবার নিখাদ ভালোবাসো ।