খামখেয়ালি রাধা
অঞ্জন ব্যানার্জ্জি
ডানার সাথে ডানা বাঁধা
আমরা একদল খামখেয়ালি রাধা
মুখের আড় ভাঙ্গে লাল চা
নন্দন চত্বরে উড়ি, বকবক করি
প্রতিবাদ মিছিলে হাঁটি
অনশনে বসি গান্ধীর পাদদেশে
গত ভাঙ্গা বিষয়ের আলোচনা
বাংলা একাডেমীর বাঁধানো সিঁড়িতে,
ঢুঁ মারি নন্দন তিনে, ছোট পর্দায়
দামাল ক্যামেরার বিদ্রোহী চলা
ভাসে প্যালেস্টাইন শিশুদের শুকনো মুখ
কাশ্মীরে সেনাদের হত্যালীলা
ভেজা বুকে কামান গর্জায়
উড়ে যাই নন্দন থেকে সুসজ্জিত মলে
শীতল সাজানো গ্লোবে বিষণ্ণতা মুছি
শোকেসে টানানো উজ্জ্বল পোশাকের সামনে
আমরা নিমগ্ন স্তানিস্লাভস্কি, ব্রেখট, পিটার ব্রুকের আলোচনায়
প্রতিবাদের মঞ্চ সাজাতে।
সময়ের সাথে ডানা মেলি সুদূরে
সামনে ঝোলে ব্যালেন্স শিট
ঘুরি অফিস থেকে অফিসে
হিসাব কষি কোথায় প্রাপ্য বেশি
বলিরেখায় পড়ে হিসাবের দাগ।