লালন চাঁদ
লালন চাঁদ
মায়াগাছ
বসে আছি হৃদয়ের বাঁকে
নদীর ওপারে তুমি এপারে আমি
নিঃস্ব চাঁদের আলোয় আমরা রাখি শ্বাস প্রশ্বাস
কথা নেই কথা নেই
তবু প্রাচীন কথার জাল বুনি
হৃদয়ে আঁকি প্রত্নদিন। অনশ্বর কথার বসত
রুক্ষ বেলায় বৃষ্টি নামে
সায়রের জলে ভাসে দলা দলা চাঁদ
শিউলি ফুলে আমি শুনি মানুষের নীরব হাহাকার
জেগে ওঠে বিষাক্ত কীট
লাশ কাঁটা ঘরে জন্ম নেয় প্রতিবাদ
সব প্রতিবাদ ভোরের মিছিল। আগুনের মায়াগাছ