অ্যামেলিয়া দাস
অ্যামেলিয়া দাস
কাজের সন্ধানে
একটা শহর,নতুন কিছু
এলাম কাজের খোঁজে,
ব্যস্ত শহর,জনস্রোতের পিছু
দুর্বিপাকের ক্লান্ত শরীর চোখ বোজে;
ঘুম ভাঙে কোলাহলে-
খাবার দোকান খুলছে কত!
আবারও লোকের ঢল দলে দলে
জমজমাটও বাড়ছে তত…
মুড়ি-চপে ভরিয়ে পেট
আবারো শুরু পথ চলা,
পদে পদে মাথা হেঁট
সন্ধ্যা গড়িয়ে রাতের বেলা…
সপ্তাহখানেক ছোটাছুটি
কাজ মিললো অবশেষে,
মাইনেটাও মোটামুটি
শান্তি মেলায় দিলাম হেসে;
বাড়ি ভাড়া নিয়ে থাকা-
আর কাজটাও মন্দ না,
বছর দুয়েক কাজও হলো,চাকরিটা এখন পাকা
পুষলাম দুটো কুকুর ছানা।
আজ আমি ভালোই আছি
মাইনে পাঠাই মাস গেলে,
নিজের পায়ে দাঁড়িয়েছি
পেরেছে মা তোমার ছেলে।।